
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দু’টি উদ্ধার করা হয়।
কলাবাগান থানার এসআই জবির উদ্দিন আহমেদ সমকালকে জানান, বাবলি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় সেমিস্টারের শিক্ষার্থী। কলাবাগানের প্রথম লেনের ১/২৫/বি নম্বর ভবনের নিচতলার একটি কক্ষে একই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর সঙ্গে তিনি ভাড়া থাকতেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি বগুড়ার রামচন্দ্রপুরে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মনিরুজ্জামান মনি সমকালকে জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব নাখালপাড়ার ৩১৩ নম্বর বাসার তৃৃতীয় তলা থেকে মিলনের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ওই কক্ষে তিনি একাই থাকতেন। তিনি পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে।