খালি মাঠে গোল না দাগনভূইয়ার আওয়ামীলীগ প্রার্থী ওমর ফারুক

আপডেট : December, 10, 2015, 2:01 am

স্টাফ রিপোটার->>
আসন্ন পৌর নির্বাচনে ফেনী পৌরসভা ও পরশুরামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীলীগের প্রার্থীরা জয়ের পথে ।কিন্তু দাগনভূইয়ার আওয়ামীলীগের প্রার্থী ওমর ফারুক তেমনটি চাননা।তার মতোই খেলার মাঠে প্রতিদ্বন্দ্বি খেলোয়াড ছাড়া যেমন খেলা জমেনা ।তেমনি নির্বাচনের মাঠে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আত্নতৃপ্তি নেই।বুধবার বিকেলে ফেনীর সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো জানান,জীবনে প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোট করার সুযোগ এসেছে ।আর এ সুযোগকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই।এসময় তিনি আশা করেন আগামি নির্বাচনে দাগনভূইয়াবাসী দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিবে।দাগনভূইয়া পৌরসভার উন্নয়নে গত পাঁছ বছর ব্যাপক কাজ করেছি।বিগত দিনে দাগনভূঁইয়া পৌরসভাকে প্রায় শতভাগ উন্নয়নের আওয়তায় এনেছি।নিজেকে কখনো মেয়র ভাবনি,পৌরবাসীর সেবক হিসেবে কাজ করেছি।

এসময় মেয়র আ’লীগ প্রার্থী ফারুক তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন সম্পর্কে তিনি বলেন,আমার আমার প্রতিদ্বন্দ্বি স্বপন সাহেব আসল দলীয় পরিচয় থাকলেও তার এলাকায় কোন অবস্থান নেই ।সেটি দাগনভূইয়াবাসীর জানা আছে।শুধু শুধু আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি ছডাবেন না।আপনি মাঠে নেমে কাজ করুন।আমি কথা দিলাম আমার লোকজন যদি কেউ আপনার বিন্দু মাত্র ক্ষতি করে আমি শক্ত হাতে দমন করবো।