
স্টাফ রিপোটার
ইউএনও’র হামলার ঘটনায় জেলা আ’লীগের সহ সভাপতি খায়রুল বাসার তপনসহ ৭ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ইউএনও’র গাড়ি চালাক আবুল কাশেম বাদী হয়ে পরশুরাম থানায় এ মামলা করেন।মামলায় খায়রুল বাসার তপনকে প্রধান করে পরশুরাম পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ সভাপতি ও বর্তমান শ্রমিক লীগের আহাবায়ক আবদুল মান্নান,যুবলীগ নেতা পারভেজ,ব্যাবসায়ী ছালেহ আহাম্মদ ছালুর ছেলে রাশেদুল হাসান রাশুসহ আরও ৩জনকে আসামী করা হয়।
এর মধ্যে আবদুল মান্নান, পারভেজ, রাশেদুল হাসান রাশুকে আটক করেছে পুলিশ।