ইউএনওর ওপর হামলায় প্রধান আসামি তপন মজুমদার ও বুইজ্জা কারাগারে

আপডেট : May, 11, 2016, 9:07 am

এইচ এম দুলাল->>>

জেলার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দারের ওপর হামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন এবং চিথলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বুইজ্জাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার পরশুরামে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাস্থলের পাশে মন্ত্রীর জন্য অপেক্ষমান নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দারকে তুচ্ছ ঘটনায় মারধর করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় তুলে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও চিথলিয়া ইউনিয়ন সাধারণ সসম্পাদক জসিম উদ্দিন বুইজ্জাসহ ৭ জনের নাম উল্লেখ করে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করা হয়।