

বিশেষ প্রতিনিধি ->>>
সোনাগাজীর কুঠিরহাটে ওসির নাম ভাঙিয়ে টাকা নিয়ে মাসব্যাপী জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে নুর আলম ও গরু আলম। আলম সোনাগজীর বগাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গরু আলম এক নং চর মজলিশ পুর ইউনিয়নের গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠির হাট কালি মন্দির এলাকায় এ জুয়ার আসর বসত। ওই জুয়ার আসর থেকে শনিবার দুপুরে ৭ জুয়াড়িকে জুয়ার বোর্ড সহ গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। জুয়াড়িদের গ্রেফতার করতে পারলেও জুয়া বাণিজ্যের মূল হোতা এবং ওসির নাম ভাঙিয়ে চাঁদা আদায়কারী যুবলীগ নেতা নুর আলমকে ও গরু আলমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে করম আলী(৫০), নুরইসলামের ছেলে নাছির উদ্দিন(৩০), আবুল হাসেমের ছেলে আবদুল কুদ্দুস (২৮), আবুল হাসেমের ছেলে সামছুল আলম (২৭), দুর্গাপুর গ্রামের নুরনবীর ছেলে নুর আলম (২৫), বাদুরিয়া গ্রামের আহসান উল্যাহর ছেলে মো. ইলিয়াছ (৩২) এবং সেকান্তর মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫)। পুলিশ ও এলাকাবাসী জানায়, কুঠির হাট কালি মন্দির এলাকায় পয়লা বৈশাখ থেকে ৮/১০টি জুয়ার আসর বসিয়ে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে একটি প্রতারক চক্র। প্রতিটি আসর থেকে দৈনিক দুই হাজার টাকা করে প্রায় ১৬ হাজার টাকা ওসির নাম ভাঙিয়ে আদায় করতেন দুই আলম। এনিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুলিশ প্রশাসনের টনক নড়ে এবং ৭ জুয়াড়িকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা আদম আলম ও গরু আলমকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।