

শহিদুল ইসলাম->>>
সোনাগাজীতে যুবলীগ নেতা আলম (২৫) কে হত্যার চেষ্টা , ছাত্রলীগ নেতার বাড়ীতে ডাকাতী ও ধর্ষনের চেষ্টার ঘটনায় আ’লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি মামলা হয়েছে । জানা যায়, বৃহষ্পতিবার রাত ১১টায় সোনাপুর গ্রামের হোসেন আহম্মদের পুত্র আলমকে হত্যা চেষ্টার ঘটনায় তার স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরনকে প্রধান আসামী করে যুবলীগ/ ছাত্রলীগের ১৭জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপরদিকে একইদিন রাত ৩টায় আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইফতেখার খোন্দকারের বসতঘরে ডাকাতী ও তার বড় ভাই প্রবাসী আশিকের স্ত্রী আয়েশা বেগম কে ধর্ষনের চেষ্টার ঘটনায় ইফতেখারের বাবা ফয়েজ আহম্মদ মিয়াধন বাদী হয়ে আহত যুবলীগ নেতা আলমকে প্রধান আসামী করে যুবলীগ/ ছাত্রলীগের ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান , উভয় ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য গত দুইদিন ধরেই অব্যাহত অভিযান চলছে ।