

এম এ জিন্নাহ->>>
ফেনী প্রেসক্লাবের এক সাধারণ সভা সোমবার সকালে শহরের ডক্টর ক্লাবে অনুষ্ঠিত হয়।ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি,সমকালের ষ্টাফ রির্পোটার শাহ জালাল রতন,সহসভাপতি,আটিভি প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল ২৪ এর প্রতিনিধি দিলদার হোসেন স্বপন,সহ- সাধারণ সম্পাদক উদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমএ সাঈদ খান,একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সিদ্দিক আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক ও নির্ভীকের সম্পাদক জাফর সেলিম,ক্রিড়া সম্পাদক ও বৈশাখী টিভির ফেনী প্রতনিধি রাজন নাথ,স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন,ক্লাবের কোষাধ্যক্ষ,বাংলা নিউজের ষ্টাফ রির্পোটার সোলায়মান হাজারী ডালিম,আমাদের ফেনীর নির্বাহী সম্পাদক মোঃতমিজ উদ্দিন,এশিয়ান দৈনিক দুর্বারের সহ-সম্পাদক মো: শাহ আলম ভূঞা,নবীন বাংলা সম্পাদক জাহাঙ্গীর জনস,নিউজ টুডের প্রতিনিধি কাজী হাবিব উল্যাহ সুমন,ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন,আজকের সময় ডটকমের সম্পাদক শরীফ ভূইয়া,ভোরের ডাকের ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূইয়া ও সাপ্তাহিক পারিজাতের সিরাজ উদ্দিন দুলাল, দৈনিক দুর্বারের স্টাফ রিপোর্টার এম এ জিন্নাহ প্রমুখ ।