ফেনীতে এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট : June, 7, 2016, 4:51 pm

স্টাফ রিপোর্টার->>> ফেনীতে সার্ভিস চার্জের তালিকা না থাকায় এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানু আরা খাতুনের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনের আওতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার ও ফেনী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক কৃষ্ণময় বণিক।
অভিযানকালে এসএ পরিবহনকে ২০ হাজার টাকা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ১৫ হাজার টাকা জরিমানা এবং আগামী এক সপ্তাহের মধ্যে সার্ভিস চার্জের তালিকা লাগানোর নির্দেশ দেন আদালত।