ফেনীতে ব্যবসায়ী নেতাদের সাথে পুলিশ সুপারের আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট : June, 14, 2016, 4:44 pm

এইচ এম দুলাল->>>

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফেনীর ব্যবসায়ীক নেতাদের সাথে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ফেনীতে ঈদুল ফিতর শান্তিপুর্ন ভাবে পালন করতে ফেনী জেলার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পুলিশের আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফেনী পুলিশ হেডকোয়াটার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা হয়।
অনুষ্ঠানে সকলের সম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় জেলার বড় বড় সবকটি মার্কেটের সামনে ও শহরের বিভিন্ন গুরত্বপুর্ন স্থানে পুলিশের বিশেষ ট্রহল ব্যবস্থা জোরদার করা হবে এবং বখাটেদের অাড্ডা ঠেকাতে সাদা পোষাকে নারী পুলিশ কর্মী মাঠে থাকবে।এছাড়া গুরুত্বপুর্ন স্থানগুলোকে শীগ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

সভায় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকারের পরিচালনায় সভপতিত্ব করেন জেলা পুলিশ সুপার রেজাউল হক পিপিএম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশ্রাফূল আলাম গিটার,চেম্বার সভাপতি আইনুল কবির শামিম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন,শহর কল্যান সমিতির সাধারন সম্পাদক ইকবাল আলম,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ