
এইচ এম দুলার->>>
ফেনী শহরের নাজির রোডে টিপটপ মোডে একটি পরিত্যক্ত এসি-ফ্রিজ’র গোডাউনে অগ্নিকানেডর ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যার পূর্ব মুহুত্তে এই ঘটনা ঘটে ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন আনেন।
জানাযায়, এই বাডীটি প্রায় ৫ বছর যাবত পরিত্যাক্ত হয়ে আছে। সামনের টিনশেড করা একটি গোডাউন রয়েছে যা পুরাতন এসি-ফ্রিজ’র গোডাউন হিসেবে ব্যাবহারিত হয়।এই ছাড়া কোন লোকজন তেমন একটা প্রবেশ করেনা।
নাম প্রকাশে অনিচ্চুক স্হানীয় অনেকেই বলেন ্ গত এক দেড বছর যাবত দেখাযায় স্হানীয় ও বহিরা গত কিছু যুবক প্রতিনিয়ত সকাল বিকাল সন্ধ্যা আড্ডা জমায় । সন্ধ্যা গড়ার সাথেসাথে তারা মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়। তাদের বিরুদ্বে ভয়ে কথাবলার সাহস পায় না। তবে এই পরিত্যক্ত এসি-ফ্রিজ’র গোডাউনে অগ্নিকানেডর ঘটনার জন্য তাদেরকে দ্বায়ী করছেন তারা।
ফেনীর ফায়ার ডিফেন্সের সহকারী স্টেশেন মাষ্টার খন্দকার ছানাউল্রাহ জানান পর্যন্ত অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।