ফেনীতে যানজট মুক্ত রাখতে পরিবহন মালিক ও সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আপডেট : June, 18, 2016, 4:31 pm

চৌধুরী শামীম->>>
ফেনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানজট নিরসনে পরিবহন মালিক, শ্রমিক ও সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

 

ফেনী পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম সভার সভাপতিত্ব করেন। এসময় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, ফেনী ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ ফারুক, মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম জাহাঙ্গির আলম, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, পরিবহন নেতা আজম সিং, গোলাম নবী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ফেনী পুলিশ সুপার মোঃ রেজাউল হক পরিবহন নেতা সহ সকলের সহযোগিতা কামনা করে বলেন, এবারের ঈদে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ৩৩ কিলোমিটার এলাকায় কোন যানজট হতে দেয়া হবে না। পাশাপাশি তিনি শহরের ওপরর দিয়ে ভারী যানবাহন চলাচর বন্ধ করার ও জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার কথা জানান। তিনি বলেন, যে পরিমান জনবল রয়েছে তাতে প্রতি কিলোমিটারে লোক নিয়োগ করলে যানজট কেন হবে। মহাসড়কে সিক্সলেন ও ফোরলেন কাজের জন্য যেন পরিবহনে ব্যঘাত না ঘটে সে ব্যাপারে তিনি আলোচনা করে সমন্বয় করবেন বলে জানান।