

জহিরুল আলম কামরুল->>>
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজ রবিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। ফতেহপুরে রেল ক্রসিং দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে । তবে এসময় বিকল্প পথে মহাসড়কের সীমিত আকারে পরিবহন চলাচল করছে। ফেনী রেলওয়ে কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ বিভাগ।
ফেনী রেলওয়ে কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ বিভাগ জানায়, ১৯ জুন রবিবার সকাল ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ ৩ ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বেশী সময় লাগেতে পারে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় ফতেহপুর রেলক্রসিং এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে মহাসড়কের হালকা যানবাহন চলছে। তবে ফেনী রেলওয়ে কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশ বিভাগ সংস্কার কাজের জন্য সময় সীমিত আকারে হালকা যনবাহন মহাসড়কে চলাচলের জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের আগেই অনুরোধ জানানো হয়েছিল।
ফেনী ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক জানান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজের জন্য সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে এসময় বিকল্প পথে মহাসড়কের সীমিত আকারে হালকা যানবাহন চলাচলের অনুরোধ জানান।
ফেনী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী কাজী মোস্তাফিজুর রহমান জানান, ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজের জন্য রবিবার সকাল ১১টা থেকে কাজ শুরু হয়েছে ৩ ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা তবে বেশী সময়ও লাগতে পারে। ফতেহপুরে রেলক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোঃ নাসিম জানান, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলগেইটে লেবেল ক্রসিংয়ের সংস্কার কাজ রবিবার সকাল ১১টা থেকে শুরু করেছি। ২টা পর্যন্ত কাজ শেষ হওয়ার কথা তবে বেশী সময়ও লাগতে পারে। পুরাতন লাইন তুলে ফেলে নতুন লাইন বসানো হবে।