ঈদ পোশাকে ৩ থেকে ৬ হাজার টাকা অতিরিক্ত মূল্য ।। মায়াবী-লন্ডনী সহ বিভিন্ন দোকানীকে ভ্রাম্যমান আদালতের সতর্ক

আপডেট : June, 19, 2016, 3:52 pm

কাওছার উদ্দিন উজ্জ্বল->>>

ফেনীতে ঈদকে সামনে রেখে   ঈদ পোশাকে  ৩ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য বসিয়ে ক্রেতাদের ঠকাচ্ছে দোকান মালিকরা  এমন  অভিযোগ উঠে আসে সফিং করতে আসা অনেক ক্রেতাদের কাছ থেকে ।

জানাযায়, রবিবার দুপুরে হরের নামিদামী বিপনী বিতানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা। অভিযান পরিচালনাকালে ক্রেতা ও বিক্রির দাম তুলনা করে দেখা যায় দোকানীরা ৩ হাজার টাকা মূল্যের ঈদ পেশাকে ৬ হাজার টাকা ও ৬ হাজার টাকা মূল্যের পোশাকে ১২ হাজার টাকা বসিয়ে বিক্রি করছেন। অতিরিক্ত মূল্য না বসাতে শহরের গ্র্যান্ড হক টাওয়ারের মায়াবী, অহং, লন্ডনীসহ কয়েকটি দোকান মালিককে মৌখিক ভাবে সতর্ক করে দেন  ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা। তিনি বলেন প্রাথমিকভাবে দোকানীদের সতর্ক করে দেয়া হয়েছে। ঈদ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে ।