ফেনীতে বণ গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : June, 21, 2016, 9:47 am

কাওছার উদ্দিন উজ্জল->>>

ফেনীতে বাংলাদেশ বণ গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিত বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বণ গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য গবেষণা কর্মকর্তা ড. খুরশীদ আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান।
প্রযুক্তি সমূহ উপস্থাপন করেন বাংলাদেশ বণ গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য গবেষণা কর্মকর্তা ড. খুরশীদ আক্তার ও বিভাগীয় বণ কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্ল্যা।
পাবলিসিটি অফিসার এম জহিরুল আলম এর সঞ্চালনায় কর্মশালায় অংশ গ্রহন করেন জেলার বিভিন্ন সরকারী-বেসকারী প্রতিষ্ঠান, সাংবাদিক, এনজিও, কাঠ ব্যবসাযী, নার্সারি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নের্তৃবৃন্দ প্রমুখ।
কর্মশালার মাধ্যমে ফেনীতে বণ বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠানটির গভেষণা লব্ধ প্রযুক্তি সমূহ সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।