ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার ৩ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান, মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই

আপডেট : June, 22, 2016, 12:15 pm

কাওছার উদ্দিন উজ্জল ->>>

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার ৪৪ জন আসামীকে ফেনী জেলা ও দায়রা জজ দেওয়ান মোঃ সফিউল্লাহ আদালতে হাজির করা হয়েছে। বুধবার মামলার স্বাক্ষ্য গ্রহনের ধার্য দিন থাকায় ৩ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। তাদের মধ্যে আবু সাঈদ শিমুল আদালতে স্বাক্ষ্য প্রদান করেন এবং ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন সামু ও মোঃ ইউছুপ আদালতে পুনঃস্বাক্ষ্য স্বাক্ষ্য প্রদান করেন। মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই ধার্য করা হয়েছে। মামলার প্রধান আসামী বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী সহ ৪৪ জন আসামী আদালতে হাজির হয়।
সরকার পক্ষে আইনজীবি ছিলেন ফেনী জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলী (পিপি) এডভোকেট হাফেজ আহাম্মদ।
মামলার প্রধান আসামীর পক্ষে আইনজীবি ছিলেন সূপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আবদুল মান্নান খান, এডভোকেট মেজবাহ উদ্দিন খান।
উলে¬খ্য, ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামকে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগষ্ট মোট ৫৬ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন হত্যাকান্ডের ঘটনার সঙ্গে কোন না কোনভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। মামলার বাকি ১২ জন আসামী এখনো পলাতক রয়েছেন। আসামীদের মধ্যে একমাত্র বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী ছাড়া অন্য সব আসামী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।