ফেনীর জি.এম.হাটে স্কুলের খেলার মাঠ বাঁচাতে মানববন্ধন, বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে না জেনে এসব কর্মসূচী

আপডেট : June, 23, 2016, 5:50 pm

কাওছার উদ্দিন উজ্জল ->>>
ফেনীর ফুলগাজী উপজেলার জি.এম.হাট উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে খেলোয়াড়বৃন্দ ও সচেতন এলাকাবাসী। মাঠ বাঁচাও, পরিবেশ বাঁচাও, আমরা খেলতে চাই, সুস্থ বিনোদনের সুযোগ চাইসহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র, স্থানীয় খেলোয়াড় ও এলাকার লোকজন।
সূত্র জানায়, প্রায় একশত বছর পুরনো ফুলগাজী উপজেলার জি.এম.হাট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। এই মাঠে আন্তঃস্কুল প্রতিযোগিতাসহ দেশীয় বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে। এছাড়া প্রতিদিন বিকেলে আশপাশের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ও খেলেয়াড়রা নিয়মিত অনুশীলন করে থাকে।
জি.এম.হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে একটি সাইক্লোন সেন্টার নির্মানের প্রস্তুতি চলছে। সাইক্লোন সেন্টার নির্মানের জন্য জি.এম.হাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা জায়গা দিবে বললে সে হিসেবে এই ভবনের ড্রয়িং পাশ হয়ে ওয়ার্ক অর্ডার আসে। কিন্তু পওে দেখা গেলে সে জায়গাটি আর দিতে না পারায় পুরাতন ভবন ভেেেঙ্গ এটি নির্মানের সিদ্ধান্ত নেয় জি.এম.হাট সরকারী পাথমিক বিদ্যালয়ের ¤্রানেজিং কমিটির সদস্যরা।
কিন্তু, কে বা কাহারা হঠাৎ করে এলাকায় গুজব ছড়িয়ে দেয় স্কুল মাঠে সাইক্লোন সেন্টার নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ অথবা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ না করে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করে। যা সংশ্লিষ্ট বিভাগ ও বিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই জানে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বাচ্চু, মাঠ বাঁচাও কমিটির আহ্বায়ক কেফায়েত উল্লাহ তুহিন, রোকন উদ্দিন মিলন, জামশেদ পারভেজ, মাঈন উদ্দিন ও ফরিদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, কিছু অসাধু ও কুচক্রি মহল সাইক্লোন সেন্টার নির্মাণে নামে ওই মাঠকে দখল করতে পাঁয়তারা চালাচ্ছে। বর্তমান সরকার আগামী প্রজন্মকে সন্ত্রাস ও মাদকমুক্ত গড়ে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ সৃষ্টিতে কাজ করছে। কিন্তু জি.এম.হাট প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আর্থিক সুবিধা নিতে নগ্ন হস্তক্ষেপে আগামী প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিতে এ তৎপরতা চালাচ্ছে। তারা বলেন, খেলার মাঠ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।
এদিকে জি.এম.হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক দিলদার হোসেন স্বপন বলেন, এই কর্মসূচী চিলে কান নেয়ার মত, কারন মাঠে সাইক্লোন সেন্টার নির্মাণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কোন পরিকল্পনা নেই। একটি মহল না জেনে না বুঝে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ না করে এসব কর্মসূচী পালন করেছে। মাঠ রেখেই সাইক্লোন সেন্টার নির্মাণ করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগকে জায়গা নির্ধারন করে দিয়েছে।
ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান বলেন, বিদ্যালয়ের মাঠ নষ্ট করে কোন সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে না। নির্মিতব্য ভবনের ডিজাইন পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে আলাপ হয়েছে। মাঠের বাহিওে জায়গাতেই ভবন নির্মান করা হবে।