আল্ আরাফাহ্ ইসলামী ব্যাংক ফেনী শাখার ইফতার ও গ্রাহক মতবিনিময় সভা

আপডেট : June, 23, 2016, 10:36 am

 

ওমর ফারুক->>>

গতকাল আল আরাফাহ ইসলামী ব্যাংক ফেনী শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের প্রধান ও ভিপি ফজলুর রহমান আশরাফী। বিশেষ মেহমান ছিলেন, চৌমুহনী শাখা ব্যবস্থাপক ও এভিপি একেএম ফখরুল ইসলাম মজুমদার। প্রধান আলোচক ছিলেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাও. মো. সাইফুল্লাহ। বিশেষ আলোচক ছিলেন ফেনী ফালাহিয়া মাদ্রাসার মোহাদ্দিস মুফতি আবদুল হান্নান। ফেনী শাখার ব্যবস্থাপক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও ২য় কর্মকর্তা এএসএম সামছুদ্দিনের উপস্থাপনায় ইফতার মাহফিলে ফেনী শাখার কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রধান মেহমান তার বক্তব্যে বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক শতভাগ শরীয়াহ ভিত্তিক পরিচালিত একটি আর্থিক সুদমুক্ত প্রতিষ্ঠান। অভিজ্ঞ শরীয়াহ বোর্ডের মাধ্যমে পরিচালিত হচ্ছে ব্যাংকের আর্থিক কার্যক্রম। এ ব্যাংকে যারা গ্রাহক হিসেবে লেনদেন পরিচালনা করছেন তারা শতভাগ সুদমুক্ত আর্থিক লেনদেনের সাথে জড়িত বলে তিনি দাবী করেন। তিনি আরো বলেন, সুদের টাকা কোন গ্রাহককে দেওয়া হয় না। ব্যাংকের সাদাকাত তহবিলের মাধ্যমে শরীয়াহ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। গ্রাহকদের আরো আধুনিক ও চাহিদা মোতাবেক সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভা শেষে দেশ জাতির মঈল কামনায় বিশেষ দোয়া করা হয়।