ফেনীর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন দাবীতে মানববন্ধন

আপডেট : June, 29, 2016, 9:33 am

 

কাওছার উদ্দিন উজ্জল->>>

ফেনীতে ঘোষিত পে-স্কেল অন্যান্য বিদ্যুৎ সমিতির অনুযায়ী শতভাগ বোনাস ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধার দাবীতে ফেনীর ফুলগাজীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সোমবার বিকেলে ফুলগাজী উপজেলা জোনাল অফিসের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লাইন টেকনেশিয়ান ফারুক আহম্মেদ, মোঃ ইসরাফিল, জুনিয়র ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সুজন রানা ও ওয়ারিং পরিদর্শক গোলাম মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন বিদ্যুৎ বিতরণী সংস্থা যেমন পিডিবি, ওয়েস্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশান কোম্পানী ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশান কোম্পানী, ঢাকা ইলেক্টিক সাপ্লাই ও নর্থ পাওয়ার জোন সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা পেলেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগন তা পায়নি। বক্তারা আগামী ১ জুলাই এর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
ফুলগাজী জোনাল অফিসের ডিজিএম আবুল কাশেম কর্মসূচীর সাথে ঐক্যমত পোষন করে দাবী বাস্তবায়নে উধ্বর্তন কর্তৃপক্ষের নজরে দিবেন বলে জানান।