ফেনী জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট : June, 30, 2016, 10:58 am

কাফি দিদার->>>

ফেনী জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক মো:আমিন উল আহসান’র সভাপতিত্বে বুধবার তাঁর কার্যালয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ফেনী ২-আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী,-১ আসনের সংসদ সদস্য শিরিনা আক্তার,পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম,জেলা ও দায়রা জজ দেওয়ান মো:সফিউল্যাহ,জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী,ফেনীস্থ ৪বিজিবির পরিচালক সামীম ইফতেখার,সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন।