
এইচ এম ইমরান->>>
জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলক উন্মোচন করে এই দুই মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই দুই সড়কের চার লেন উদ্বোধন করায় মানুষ যানজট থেকে মুক্তি পাবেন। স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবেন।
এ সময় অন্যদের মধ্যে সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধানসহ আইন–শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, রাজধানীর সঙ্গে দেশের সব স্থানের যোগ বাড়ানোর জন্য মহাসড়কের এই চার লেন উন্নীত করার কাজ উদ্বোধন করা হলো। যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।