ফেনীবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলোকিত সময়ের সম্পাদক সিদ্দিক আল-মামুন

আপডেট : July, 6, 2016, 7:05 am

স্টাফ রিপোর্টার->>>

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশী, সাংবাদিক সমাজ ও আলোকিত সময় পরিবারের সকল সদস্য, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন  অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সময় ২৪ ডট কমের সম্পাদক সিদ্দিক আল-মামুন।
একই সাথে তিনি সমগ্র বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করে বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম জাহানে ফিরে এসেছে খুশির ঈদ। রমজান আমাদের ত্যাগ, সংযমের শিক্ষা দিয়েছে।  ঈদের খুশির সঙ্গে নিয়ে এসেছে ঐক্য, সংহতি ও সমঝোতার স্মারক।
তিরিশ দিন সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ-উল ফিতর মুসলমানদের বিশেষ ধর্মীয় উৎসবের দিন। এ দিনের আনন্দ খুশীকে আমরা সকলের মাঝে ভাগাভাগি করে নেব। আগামী দিনগুলোতে সকলের জীবন ঈদের খুশিতে ভরে উঠুক এ প্রত্যাশা করছি। শাওয়ালের চাঁদ ঈদের খুশির সঙ্গে নিয়ে এসেছে ঐক্য, সংহতি ও সমঝোতার স্মারক। তিনি আল্লাহর কাছে দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, কামনা করেন।