

আবু ই্উসুফ মিন্টু->>>
নবাগত পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা হক কে বরন করে নিয়েছেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এ্কই সময় বিদায়ী ইউএনও এইচ এম রকিব হায়দারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত নবাগত ইউএনও কে বরন অনুষ্টানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকতা এইচ এম রকিব হায়দার, নবাগত ইউএনও মনিরা হক, আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফজলুল করিম, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা সাইফুদ্দিন, পরশুরাম থানার এস আই সফিক এছাড়াও স্থানীয় সাংবাদিক সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি মনিরা হক পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব রেদোয়ান আহম্মেদ স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতি দেয়া হয়। তিনি রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার বাসিন্দা। এদিকে একই আদেশে পরশুরামে বর্তমান নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দারকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়েছে।
নবাগত ইউএনও মনিরা হক দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা কামনা করেছেন।