পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মারধরের মামলার শুনানি পিছিয়েছে ১০ আগষ্ট

আপডেট : July, 18, 2016, 5:37 pm

কাওছার উদ্দিন উজ্জল->>>

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম রাকিবুল হায়দারকে মারধরের মামলার শুনানি পিছিয়েছে ১০ আগষ্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।

সুত্র জানায়, সোমবার ধার্য তারিখে দ্রুত বিচার আদালত থেকে মামলার নথি জেলা জজ আদালতে না পৌঁছায় মামলার শুনানি করেননি দ্রুত বিচার আদালতের বিচারক। এ মামলার অভিযোগপত্র ভুক্ত ৮জন আসামীর সবাই জামিনে রয়েছেন।

পসংঙ্গ, গত ৬ মে ফেনীর পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা নামক স্থানে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে সম্মান না করায় ইউএনওকে গাড়ী থেকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়ী চালক আবুল কাশেম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামী হিসাবে উল্লেখ করে দ্রুত বিচার আইনে পরশুরাম থানায় একটি মামলা দায়ের করেন।