জনগনকে পাশে নিয়ে জঙ্গিবাদ রুখতে পুলিশ বদ্ধ পরিকর -পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক

আপডেট : July, 21, 2016, 12:15 pm

আরাফাত মোহন->>>

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক পিএিম বলেছেন, জঙ্গীবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে জনগনকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দেশের স্বার্থে জঙ্গিবাদ নির্মূল করতে হবে। রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। ফেনীর মাটিতে কোন জঙ্গীবাদ সৃষ্টি হবে না। তিনি বলেন, আমরা বিভিন্ন দল মতের সমর্থক হতে পারি, কিন্তু দেশ আমাদের সকলের। এখানে জঙ্গী হামলা হলে কেউ নিরাপদ থাকতে পারবে না। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ফেনী মিজান ময়দানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার মো. রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। জেলা প্রশাসনের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ান। অনন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী। এদিকে ফেনী পুলিশের অফিসার্স মেসের জন্য ১৩ শতক জায়গা দান করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। আজ বৃহস্পতিবার মিজান ময়দানে অফিসার্স মেসের দলিল হস্তান্তর করেন মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, ফেনী ইউনিভার্সিটির (বেসরকারী) ভাইস চ্যান্সেলর ফসিউল আলম, ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান,  জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবদুর রৌফ, মাওলানা আবুল কাশেম, মুফতি রহিম উল্যাহ, মুক্তিযোদ্ধা মীর হোসেন ভূঁঞা, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতা শুকদেব নাথ তপন সহ জেলা ইমাম সমিতিরি সভাপতি মাও আবদুর রউপ সহ প্রায় জেলার  প্রায় ৫ শতাধিক আলোম ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
সমাবেশ শেষে পুলিশের মহাপরিদর্শক এক এম শহীদুল হক অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান জেলা পুলিশের অফিসার্স মেস এর ভিত্তিপ্রস্থর স্থাপন ও বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। সমাবেশে সমাজের আলেম-ওলামাগণ, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: এস এইচ টি