

ছাগলনাইয়ায় প্রতিনিধি->>>
ছাগলনাইয়ায় ৭দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধনী করেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শিমুল চৌধুরী, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভূঁঞা ও উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল হাই ভূঁঞা। মেলাটি আগামী রবিবার পর্যন্ত চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আবু তাহেরএর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, বন বিভাগের উপজেলা রেইঞ্জ অফিসার মো: একরামুল হক প্রমূখ।