ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : July, 27, 2016, 8:16 am

   2016-07-27-2588

স্টাফ রির্পোটারঃ জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন এবং সমাবেশ করেছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। আজ বুধবার সকালে ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ইনস্টিটিউটের সিএসটি বিভাগীয় প্রধান আতিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন এবং সমাবেশে বক্তব্য রাখেন, টেলিকমিনিকেশন বিভাগীয় প্রধান সৈয়দ মাহববুল আলম, ডিএনটি বিভাগীয় প্রধান আব্দুল্যাহ আল মামুনসহ অন্যান্যরা।

2016-07-27-2554মানববন্ধন এবং সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর হেলাল উদ্দিন, মফিজুর রহমান, হেদায়তুল ইসলাম, ইসরাত হোসেন, মোহাম্মদ ইউনুস, আবুল বাশার, মোঃ শামীম, নাহেল, সাজ্জাত আরোফিন, নাহিদা আক্তার, নাজমুন নাহার, এম.এ মনি প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারী ও ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

2016-07-27-2558এসময় বক্তারা বলেন, কোন নীরিহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। যারা এ ধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তারা ইসলামের সঠিক নির্দেশনা নিয়ে কাজ করছেনা। বাংলাদেশ কখনও জঙ্গি ও সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে পারে না। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে মানববন্ধন থেকে আহবান জানান হয়।2016-07-27-2569