ফেনীতে জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

আপডেট : July, 30, 2016, 8:51 am

বিশেষ প্রতিনিধি->>>

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী জঙ্গী তৎপরতার বিরুদ্ধে ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে ফেনী প্রেস ক্লাবের সামনে শনিবার বেলা ১১ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়।

ফেনী সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী, সহ-সভাপতি জামাল উদ্দিন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম মজুমদার, ছনুয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. আবুল কাশেম, বিরলী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. ইউনুছ, ধলিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. নুরুল আলম, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাফর আহমদ মজুমদার, ল²ীয়ারা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুল লতিফ।

“জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ” এই সোল্গানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একটি গোষ্ঠী ইসলামের নামে জঙ্গী কার্যক্রম চালিয়ে ইসলাম ধ্বংসের পায়তারা করছে। তরুণ যুবকদের মগজ ধোলাইয়ের মাধ্যমে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এ সন্ত্রাসীচক্র। শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করার ঘৃণ্য অপচেষ্টা যারা করছে তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। জঙ্গী তৎপরতা বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। জঙ্গী দমনে আলাদা ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের কাছে দাবী জানান শিক্ষক নেতারা।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই সময়ে ফেনী জেলার সোনাগাজী, দাগনভূঁঞা, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে স্ব-স্ব উপজেলায় মানববন্ধন করেছে শিক্ষকরা।