ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্কুলের জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন

আপডেট : August, 2, 2016, 5:16 pm

জহিরুল আলম কামরুল->>>
ফেনীতে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে স্টার লাইন গ্রুপ কর্তৃক পরিচালিত ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ফেনীতে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের এসএসকে সড়কের কলেজ ক্যাম্পাসের সামনে আয়োজিত মানববন্ধনে ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ কর্ণেল (অবঃ) ছালেহ উদ্দিন খান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক ও কলেজ-স্কুল পরিচালনা পর্ষদের পরিচালক জাফর উদ্দিন, পরিচালক হাজী আবু বক্কর ছিদ্দিক, মাহমুদুল হক চৌধুরী মনির, মাঈন উদ্দিন, ফেনী ন্যাশনাল কলেজের কো-অর্ডিনেটর আরিফুল হাসান রবিনসহ কলেজ, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি, দৈনিক জনকন্ঠ ও এনটিভির ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, চ্যানেল টুয়েন্টিফোরের ফেনী জেলা রিপোর্টার ও দৈনিক দৃষ্টান্ত পত্রিকার সম্পাদক দিলদার হোসেন স্বপন, এশিয়ান টিভির স্টাফ রিটেপাটার সিদ্দিক আল-মামুন, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ফেনী প্রতিনিধি যতন মজুমদার, দৈনিক কালের কন্ঠের ফেনী প্রতিনিধি ও দৈনিক স্টার লাইনের উপদেষ্টা সম্পাদক আসাদুজ্জামান দারা, ইন্ডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, সময় টিভির ফেনী প্রতিনিধি আতিয়ার সজল, নিউজ টুয়েন্টিফোরের ফেনী প্রতিনিধি নজির আহম্মদ রতনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সকল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এ পর্যায়ের পরিবার হচ্ছে প্রথম ধাপ। যারা আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে জঙ্গীবাদের প্রেরণা দিয়ে তাদেরকে বিপথগামী করছে, আমরা মনেকরি সামাজিক পর্যায়ে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তারা জেনে শুনে মহাপাপ করছে এবং ধর্মকে যুক্ত করে আরো বেশী সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আন্তর্জাতিক চক্রের সাথে আমাদের জাতীয় কিছু কুলাঙ্গার হাত মিলিয়ে এসব অপরাধমূলক কাজ করছে।