

আরাফাত মোহন->>
ফেনী ব্যাবসায়ী সমিতির ভিবিন্ন দাবী নিয়ে পৌর মেয়রকে স্বারক লিপি প্রধান করেন ।
ফেনী পোরসভাধীন ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি ও শহর ব্যবসায়ী সমিতির নেতৃবিন্দৃ পৃথক উদ্বোগে মঙলবার সকালে মিছিল নিয়ে ফেনী পৌর প্রাঙ্গনে একত্রিত হয়ে পৌর মেয়র হাজী আলাউদ্দিন কে তাদের দাবী দাওয়ার লিখিত স্বারক লিপি প্রধান করেন।
পৌর সম্মেলন কক্ষে বক্তারা বলেন অতিরিক্ত ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ট্যাক্স বৃদ্ধি ,ভ্যাট- ইনকাম ট্যাক্স ও কর কমানোর দাবী লিখিত বক্তব্য রাখেন ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ইকবাল আলম, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হারুন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্র্যান্ড হক টাও্যার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল মনসুর বেতু , শহীদ হোসেন উদ্দীন বিপনী বিতান দোকান মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম ,ব্যবসায়ী আবুল কাশেম প্রমুখ ।