

বিশেষ প্রতিনিধি->>>
ফেনীর পরশুরাম ভারত সিমান্ত এলাকায় থেকে ওবাউননি আইডু আবুদিনে (২৮) নামে ১ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি-৪।
বুধবার সকালের দিকে তাকে ফেনীর পরশুরাম এলাকার ভারত-বাংলাদেশ সিমান্ত থেকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে মেয়াদ উত্তির্ণ ভারতীয় ভিসা, একটি পাসফোট, ভারতীয় রুপি ৪৫ হাজার ২২২টি , একটি ল্যাপটপ, ৩টি মোবাইল সেট, ভারতিয় তিনটি সিম ও ১১৪ পিস বিভিন্ন রকমের টেবলেটসহ ২৫ টি আইটেমের বস্তু উদ্ধার করা হয়।
পরশুরাম থানার পুলিশ পরিদর্শক আবুল কাশেম চেীধুরী জানান, ধারণা করা হচ্ছে ভিসার মেয়াদ চলে যাওয়ায় ভারত থেকে নাইজেরিয়ান নাগরিক ওবাউননি আইডু আবুদিনে (২৮) কে বাংলা দেশে পুশ করা হয়েছে।
বিজিবি ফেনী-৪ এর অধিনায়ক শামীম ইফতেখার জানান, বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশ-ভারত সিমান্তের পরশুরাম থেকে নাইজেরিয়ান নাগরিক ওবাউননি আইডু আবুদিনে (২৮)কে আটক করেছে বিজিবি। আটক পর নাগরিককে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।