ফেনীতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলা উদ্বোধন

আপডেট : August, 5, 2016, 4:36 pm

স্টাফ রিপোটার->>>

ফেনী শহরের মিজান রোডস্থ শহীদ জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলা শুভ উদ্বোধন করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।

৫ আগষ্ট শুক্রবার বিকেলে এ মেলারউদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফছার ভূঁইয়া।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহম্মদ ভূঁইয়া, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, মেলার আয়োজক বাংলাদেশ তাঁত শিল্প শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিনসহ মেলায় অংশগ্রহণকারী দোকানী, ক্রেতা ও দর্শনার্থীরা।
মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলায় থাকছে চারটি প্যাভেলিয়নে প্রায় অর্ধশতাধিক দোকান। এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প, বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোষাক ও প্রসাধনী। আরো রয়েছে ফুলের টব, ও হাতে তৈরি প্যাকেটজাত নানা খাদ্য সামগ্রী।
মেলা কর্তৃপক্ষ জানান, ক্রেতারা নির্বিঘ্নে নিরাপদে কেনাকাটা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা রয়েছে।