ছাগলনাইয়ায় বাড়ীর চলাচলের রাস্তায় দেয়াল নির্মান করে রাস্তা দখলের অভিযোগ

আপডেট : August, 8, 2016, 12:49 pm

বিশেষ প্রতিনিধি->>>

ছাগলনাইয়ায় বাড়ীর চলাচলের রাস্তায় জোর পূর্বক স্থায়ীভাবে দেয়াল নির্মান করে রাস্তা দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। রবিবার সন্ধ্যায় ছাগলনাইয়া প্রেসক্লাবের এবিএম মূসা মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের হামিদ আলী হাজী বাড়ীর মৃত মীর হোসেনের বড় ছেলে মোক্তার হোসেন। বক্তব্যে তিনি জানান, তাদের একই বাড়ীর মৃত গোলাম হোসেনের ছেলে ইউছুপের নেতৃত্বে কয়েকজন ভূমি দস্যু তাদের বাড়ীর একমাত্র চলাচলের রাস্তাটিতে জোরপূর্বক দেয়াল নির্মানের চেষ্টা করে। রাস্তাটিতে প্রায় ৮০-৯০ বছর যাবত তাদের বাড়ীর চারটি পরিবারের লোকজন চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। এ বিষয় নিয়ে স্থানীয় শালিশ বৈঠক ডাকা হলেও ভুমি দস্যূ ইউছুপ গংরা কোন সাড়া দেয় নাই। উল্টো বিভিন্ন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে ভুক্তভোগী পরিবারের সদস্যদেরকে হুমকি প্রদর্শন করেন বলে জানান। জোরপূর্বক চলাচলের রাস্তায় স্থায়ীভাবে দেয়াল নির্মানের অভিযোগে ছাগলনাইয়া পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগপত্র দাখিল করেছেন ভুক্তভোগী মোক্তার হোসেন।সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,মোক্তার হোসেনের ছোট ভাই জয়নাল আবদীন,মোহাম্মদ রবিউল হক,মিরাজ উদ্দিন চৌধুরী,মোঃনুরুল হুদা প্রমুখ।