

কাফি দিদার->>>
ফেনী জেলাসদর ও সোনাগাজী ইউনিয়ের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।শপথ পাঠ করান ফেনী জেলা প্রশাসক আমিন-উল আহসান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ এর উপ-পরিচালক আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা, ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম ,ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ।
চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহন করেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মজিবুল হক রিপন ,মোটবী ইউনিয়নের হারুননুর রশিদ এলএলবি ,কাজিরবাগ ইউনিয়নের কাজী বুলবুল আহমেদ সোহাগ ,পাঁচগাছিয়া ইউনিয়নের আনোয়ার হোসেন মানিক , শ্রশদী ইউনিয়নের মোঃ জানে আলম ভুঁইয়া, কালিদহ ইউনিয়নের দিদারুল আলম দিদার ,এ দিকে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মোশারফ হোসেন মিলন , মতিগঞ্জ ইউনিয়নের রবিউর জামান বাবু , নবাবপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন , আমিরাবাদ ইউনিয়নের জহিরুল আলম জহির মঙ্গলকান্দি ইউনিয়নের মোশারফ হোসেন বাদল ,চরমজলিশপুর ইউনিয়নের এম.এ.হোসেন ,বগাদানা ইউনিয়নের ইসাক খোকন, চরদরবেশ ইউনিয়নের নুরুল ইসলাম ভুট্টু ,সোনাগাজি সদর ইউনিয়নের শামসুল আরেফিন।এ ছাড়া সকল ইউপির সদস্য গন ও শপথ পাঠ করেন।