ফেনী ভিশন’র চেয়ারম্যান বক্তেয়ার রানা আর নেই

আপডেট : August, 10, 2016, 2:07 pm

কাফি দিদার->>>

ফেনী পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও ফেনী ডিজিটাল ভিশন’র চেয়ারম্যান এম বক্তেয়ার রানা আর নেই ।বুধবার সকালে তিনি ফেনী হাট্ ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বাদ আছর দ্বিতীয় জানাজার নামাজ শেষে নিজ গ্রাম দক্ষিণ সিলোনিয়ার চাঁদপুর পাটোবাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ফেনীর জহিরিয়া মসজিদে তার প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হয়। এতে ফেনী জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতা কর্মী ছাড়াও বিশিষ্টজনরা অংশ নেন। তার মৃত্যুতে বিএনপি নেতা কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।