

বিশেষ প্রতিনিধি->>>
ফেনীর ফতেহপুর ওভারপাসে আটকে আছে ফোর লেন প্রকল্প। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্প চালু করা হলেও মহিপাল ফ্লাইওভার ও ফতেহপুর ওভারপাসের জন্য আটকে আছে ফেনী অংশের ২৭ কিলোমিটার। সেনাবাহিনীর তত্ত্বাবধানে মহিপালে যানজটের মাত্রা সহনীয় রাখা হলেও ফতেহপুরে যানজট ক্রমেই দীর্ঘতর হচ্ছে। বছরের পর বছর চলে আসা এ ওভারপাসের নির্মাণ কাজ কবে নাগাদ শেষ হবে তারও সুনির্দিষ্ট সময় জানা নেই কারো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে যানজট নিয়ন্ত্রন ও চলাচল নির্বিঘœ করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ফেনীর ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের উপর ওভারপাস নির্মাণ কাজ শুরু করা হয়। ১০০ কোটি টাকা বরাদ্ধে ওভারপাসটি নির্মাণের দায়িত্ব পায় ঢাকার শিপু পিবিএল লিমিটেড। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসেই শুরু হয় নির্মাণ কাজ। ৩ বছরের মধ্যে কাজ শেষ করতে নির্মানকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা থাকলেও তারা পারেনি। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একাধিকবার পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করতে নির্দেশ দেন। পরে নানাভাবে চেষ্টা-তদবীর করে শিপো পিবিএল পুনরায় নির্মাণ কাজ অব্যাহত রাখে। সবশেষ চলতি বছরের জুন মাসে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হয়।
বুধবার নির্মাণকারী সূত্রের সাথে কথা বলে জানা গেছে, ওভারপাস নির্মাণ কাজের মাত্র ৬০শতাংশ শেষ হয়েছে। বাকী কাজ শেষ হতে আরো বছরখানেক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফোর লেন প্রকল্প চালু করা হলেও ফেনী অংশের এ দুটি নির্মাণ কাজের জন্য যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এতে করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামগামী যাত্রীরা ভোগান্তির শিকার হন। এছাড়া যানজট নিয়ন্ত্রনে বিকল্প সড়ক হিসেবে পুরাতন মহাসড়ক ব্যবহার করলেও দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের হিমশিম খেতে হয়। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ফেনী শহরের উপর দিয়ে মহাসড়কের যানবাহন। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে থেমে থেমে কাজ করায় ওভারপাসে নির্মাণ সামগ্রীর গুনগত মান নষ্ট হচ্ছে বলে মনে করছেন অভিজ্ঞরা। বিশেষ করে মহাসড়কে পড়ে থাকা রডে মরিচা ধরে যাওয়ায় নির্মাণ কাজে যথাযথ মান নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। মহাসড়কের ফেনী অংশের ২৭ কিলোমিটার ফোর লেন প্রকল্পের কাজ শেষ হলেও ওভারপাসটির জন্য সুফল পাচ্ছে না যাত্রীরা।
ওভারপাস নির্মানে সংশ্লিষ্ট প্রজেক্ট ম্যানেজার মোজাফ্ফর আহমদ জানান, মহাসড়কের চট্টগ্রাম ও কুমিল্লার ইলিয়টগঞ্জে আরো দুটি ওভারপাস নির্মাণ করায় সময় বেশি লাগছে। আগামী মাসের মধ্যে ওই দুটি ওভারপাস চালু করা হবে। ৪-৫ মাসের মধ্যে ফতেহপুর ওভারপাসও চালু করা যেতে পারে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
জানতে চাইলে ফোর লেন প্রকল্পের ফেনী অংশের পরিচালক সন্তোষ কুমার নাথ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্বলতার কারনে নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে তাগিদ দেয়া হয়েছে। ইতিমধ্যে শিপো পিবিএল এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।