

বিশেষ প্রতিনিধি->>>
তানভীর মাহমুদ:আনন্দ ভ্রমনে খাগড়াছড়ি গেলেন সোনাগাজী প্রেস ক্লাব নেতৃবৃন্দ।শুক্রবার ভোরে ক্লাব সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন ও সাধারন সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র বেড়াতে যান।সোনাগাজী প্রেস ক্লাবের এ আনন্দ ভ্রমনে অংশ নিয়েছে সহ সভাপতি শহীদুল ইসলাম ,যুগ্ন সাধারন সম্পাদক-নান্টু লাল দাস,দপ্তর সম্পাদক-সৈয়দ মনির অাহমদ ,কোষাধ্যক্ষ-ওবায়দুল হক ,প্রচার সম্পাদক- অানোয়ার হোসেন রবিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-ওমর ফারুক,তথ্য ও গবেষনা সম্পাদক- মেহরাব হোসেন মেহেদি ,ক্রীড়া সম্পাদক- মাইনুল হোসেন সোহাগ ও সদস্য ইসহাক খোকন, মাষ্টার নুরুল অামিন খোকন, এইচ এম হিজবুল্যাহ, বিপ্লব কুমার দাস, জহিরুল হক খান সজিব ও নুরুল অালম প্রমূখ।