পুলিশের সফলতার কথা কেউ বলেনা-পুলিশ সুপার রেজাউল হক পিপিএম

আপডেট : August, 13, 2016, 6:10 pm

বিশেষ প্রতিনিধি->>>

যুগে যুগে প্রমানিত হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী দেশ প্রেমিক। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশ পুলিশ প্রিয় মাতৃভূমির পক্ষে কাজ করেছে। পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে দেশ ও দেশের মানুষের জীবন রক্ষার্থে কাজ করে যাচ্ছে। পুলিশের দোষ ত্রুটি নিয়ে সবাই কথা বলে কিন্তু প্রতিনিয়ত পুলিশের সফলতা গুলো নিয়ে কেউ কথা বলেনা। সমাজের প্রতিটি স্তরে অনিয়ম চলছে কিন্তু তা নিয়ে কারো মাথা ব্যাথা নেই।
শনিবার সন্ধ্যা ৭ টার সময় থানা চত্বরে সোনাগাজী মডেল থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম। তিনি আরো বলেন, দেশের নাগরিক হিসেবে দেশকে ভালোবাসুন, অপরাধ নিয়ন্ত্রনে আপনি আপনার পরিবার, সমাজের দিকে খেয়াল রাখবেন। পুলিশ আপনাদের সহযোগীতা করবে।
পুলিশের অপরাধ নিয়ন্ত্রনে মডেল থানার সামনে অভিযোগ বাক্স থাকবে নির্ভয়ে অভিযোগ দিবেন কর্মকর্তারা ব্যাবস্থা নিবে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও পরিদর্শক মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম, সোনাগাজী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এড. রফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডাঃ গোলাম মাওলা, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, বনিক সমিতির সভাপতি নুর নবী, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ ইসমাইল, ভুক্তভোগী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাছিমা আক্তার,পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি মাষ্টার নুরুল করিম সাইফুল প্রমুখ।
এসময় বক্তারা লালপুলে তিন চাকার যান পারাপারে বাধা অপসারন,সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, নাশকতা, মাদক, সালিশ বানিজ্য,জুয়ার আসর সহ সামাজিক সমস্যা গুলো নিয়ন্ত্রনে পুলিশের দৃষ্টি আকর্ষন করেন।ওপেন হাউজ ডে অনুষ্ঠান শেষে পুলিশ সুপার রেজাউল করিম থানার প্রধান ফটকে অভিযোগ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।