

বিশেষ প্রতিনিধি->>>
ফেনী জেলা মধ্যমিক শিক্ষক সমিতি উদ্যোগে সোমবার বিকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আনুষ্ঠিত হয় ।
উক্ত আনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক জনাব আজিজ আহম্মদ চৌধুরী বিশেষ আতিথি মাষ্টার মীর হোসেন ভূঞা,সাবেক সাধারন সম্পাদক ফেনী জেলা শিক্ষক সমিতি , বক্ত্যব রাখেন অধ্যক্ষ মমিনুল হক ,মাষ্টার আবদুর সালাম সরকার ,মাষ্টার মাইন উদ্দিন , মাষ্টার আবুল কালাম ,মাষ্টার জুলফিকার আলী , ও মহিলা শিক্ষক শিখা সেন গুপ্তা । সভাপতিত্ব করেন মাষ্টার হাবিবুর রহমান ,সভাপতি ফেনী জেলা শিক্ষক সমিতি , আনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার মোসাদেক আলী সাধারন সম্পাদক ফেনী জেলা শিক্ষক সমিতি ।