
আলোকিত সময় ডেক্স->>>
ছেলেটি আজ (বৃহঃবার) সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে চমেক মর্গে আছে তার লাশ। রেল লাইনের পাশ থেকে পা দ্বিখন্ডিত অবস্থায় গত ১৫আগষ্ট তাকে উদ্ধার চমেক হাসপাতালে নিয়ে আসে কিছু সহৃদয় মানুষ। পরে স্বেচ্ছাসেবী ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচিত নেসার এর উদ্যোগে চলে তার চিকিৎসা। তার বাম বায়ে অস্ত্রোপচারের মাধ্যমে স্টিলের পাত লাগানো হয়েছিল। কিন্তু সকলের মায়া ছিন্ন করে সে চলে যায়। মারা যাওয়ার আগে সে অনেক কষ্টে বাবার নাম বেলাল হোসেন, মায়ের নাম বকুল, কাসেম মোল্লার বাড়ি, ইসলামপুর বাজার, লক্ষীপুর বলে জানায়। এছাড়া তার বড় মামার নাম বেলাল ছোট মামার নাম হেলাল বলেও জানায়। এখন পর্যন্ত তার কোন স্বজন তার সন্ধানে আসেনি।
হৃদয়বানরা লেখাটি শেয়ার করে ছেলেটির লাশ স্বজনদের কাছে পৌঁছাতে সহযোগিতা করুন।