

ফেনীতে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশের পৃথক অভিযানে এদেরকে গ্রেফতার করা হয় ।
তারা এ পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে ৪টি অটোরিকশা ছিনতাই করে বিক্রি করে দিয়েছেন। পরে তারা টাকা ভাগ বাটোয়ারা করে নেন। তাদের প্রত্যেকের নামে ফেনী মডেল থানায় ২টি করে মামলা রয়েছে।
মোশারফ হোসেন বালিগাঁও ইউনিয়নের ধোনসাহাদ্দা গ্রামের কোব্বাত সরকার বাড়ি মো: দুলালের ছেলে ও রিপন একই গ্রামের মো: ইব্রাহিমের ছেলে। শাহাদাতের পরিচয় পাও্য়া যায়নি।
ফেনী মডেল থানার এসআই মো: সোহেল কামাল জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ হোসেন, শাহাদাত হোসেন রিপন ও মশিউল হক প্রদীপ সিএনজি অটোরিকশা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।