

আলোকিত সময় ডেক্স->>>
ধুম’ সিরিজের পরবর্তী ছবির নাম ‘ধুম: রিলোডেড’ আর এই ছবিতে শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছেন আদিত্য চোপড়া। তারিখ ও পারিশ্রমিক নিয়ে তাদের মধ্যে আলোচনা ও হয়েছে। ধুম’ সিরিজের প্রত্যেক ছবিতে খলনায়ক বাছাই করতে বেশ চিন্তাভাবনা করেন আদিত্য চোপড়া। জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের মতো তারকারা ছিলেন তার পছন্দের তালিকায়। এবার শাহরুখ খানকে তার পছন্দ।
তবে শাহরুখ এর আগে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন তাই এই বিষয় নিয়ে তার কোনো সমস্যা নেই। আর ধুমের খলনায়ক চরিত্রগুলো তো আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ।
আর এই ছবিতে রণবীর সিংকে এসিপি জয় দীক্ষিতের চরিত্রে দেখা যাবে। আদিত্যর কৌশল হচ্ছে ধুমের এক ছবি থেকে পরের ছবিতে আরো বড় পরিসরে করা।