রিও অলিম্পিকে সবার সেরা-বোল্ট

আপডেট : August, 20, 2016, 10:26 am

আলোকিত সময় ডেক্স->>>

রিও অলিম্পিকে বর্তমানে সবচেয়ে আলোচনার নাম উসাইন বোল্ট। প্রথম অ্যাথলেট হিসেবে টানা তিন অলিম্পিকে ২০০ মিটারে স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছেন এই জ্যামাইকান।

অনেকে বলে বোল্ট ট্র্যাকে প্রতিপক্ষের বিপক্ষে দৌড়ায় না বরং দৌড়ায় ঘড়ির কাটার বিপক্ষে।একশ মিটার স্প্রিন্টে স্বর্ণ জয়ের পর ঘোষণা দিয়ে ছিলেন ২০০ মিটারের রেকর্ড ভেঙ্গে স্বর্ণ জিতে অমরত্ব পেতে চান। এই গতি দানব যখন ২০০ মিটারের শেষ সীমা অতিক্রম করলেন, ঠিক সে সময় উসাইন বোল্ট উসাইন বোল্ট ধ্বনিতে মুখোরিত হচ্ছিল গ্যালারি। তার ২০০ মিটারে জয়ের পর বিভিন্ন রয়ের আলো জ্বালিয়ে নেচে গেয়ে জয় উদযাপন করেন ভক্তরা।
জ্যামাইকান এই গতি দানব এখন শুধু তার দেশেরই তারকা নয়, বরং সারা বিশ্বের এক অনন্য অইকন। প্রত্যাশিত স্বর্ণ জিতেছেন বোল্ট কিন্তু তাতেও সন্তুষ্ট নন এই গতি দানব। ক্রীড়াঙ্গনে অমরত্বের প্রত্যাশা উসাইন বোল্টের।

৪০০ মিটার রিলের মধ্য দিয়ে শেষ হবে বোল্টের অলিম্পিক ক্যারিয়ার। আর ২১ আগস্ট এই গতি দানবের বয়স হবে ৩০। তাই এই বজ্র বিদ্যুৎ চাইবেন অলিম্পিক ক্যারিয়ারের শেষ ইভেন্টে স্বর্ণ জিতে ৩০ তম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে।