

শহর প্রতিনিধি->>>
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্বে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে আ’লীগ ও অঙ্গসংঠন ।মঙ্গলবার বিকেলে পৌর চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।পরে দোয়েল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকম,জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন,সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল,পৌর মেয়র হাজী আলাউদ্দিন,প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল,উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন এবং সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও চরদরবেশ ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন,জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ,সেক্রেটারী জাবেদ হায়দার জর্জ প্রমুখ।