ফুলগাজীর হারুন চেয়ারম্যানের বাড়ীর পাশে ৪৫ লাক্ষ টাকার ভারতীয় শাড়ী উদ্ধার

আপডেট : August, 23, 2016, 6:23 pm

বিশেষ প্রতিনিধি->>>

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া রেলষ্টেশন সংলগ্ন এরশাদুল্লার দোকানের পিছন থেকে ৪৫ লাখ টাকা মুল্যের ভারতীয় শাড়ী ও থ্রিপিছ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া গ্রামের একটি বাড়ির পরিত্যাক্ত গ্যারেজ থেকে বিজিবির সদস্যরা শাড়ি ও থ্রীপিছগুলো আটক করে। আটককৃত শাড়ির আনুমানিক মূল্য ৪৪ লাখ ৭৩ হাজার টাকা।
ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়েদুর রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের সীমান্ত পিলার ২১২৭/এম এলাকা সংলগ্ন বন্দুয়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুণ মজুমদার বাড়ির পাশে পরিত্যাক্ত গ্যারেজ থেকে ১১৭১ পিস শাড়ি ও থ্রীপিছ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মালামালগুলো জায়লস্কর ফেনী বিজিবি ক্যা¤েপ নিয়ে যায়।
আটককৃত মালামালের আনুমানিক মুল্য ৪৪ লাখ ৭২ হাজার ৬শত টাকা। মালামালগুলো ফেনী শুল্ক অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে