জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ছাগলনাইয়ায় ৪ বিজিবির মতবিনিময় সভা

আপডেট : August, 28, 2016, 3:35 pm

 

বিশেষ প্রতিনিধি->>>

সীমান্ত এলাকায় চোরাচালানী রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ২৮ আগষ্ট রোববার বিকেলে ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লা। বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লার সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোঃ আহসানুজ্জামান, সরাইল উত্তর-পূর্ব রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) লে. কর্ণেল মোঃ আতিকুর রহমান। বক্তব্য রাখেন- ফেনীর ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা, ফেনী জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান, পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিলীপ কুমার দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম, ছাগলাইয়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মনিরা হক, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমাসহ সভায় উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচার, নারী-শিশু পাচার, মাদকসহ চোরাচালানী রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সীমান্ত চোরাচালানীর সাথে জড়িত লোকজনের জন্য সৎ ভাবে জীবিকার বিকল্প ব্যবস্থা সৃষ্টির আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা।