

আলোকিত সময় ডেক্স->>>
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেলেন ক্যারিবীয় সাবেক কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। পদটি অনেকদিন ধরেই খালি ছিল।চলতি বছরের মে মাসে হিথ স্ট্রিক চলে যাওয়ার পর থেকে এই পদে এমন বাস্তবতায় মাশরাফি-রুবেল-আল আমিনরা আপাতত ট্রেইনার মারিও ভিল্লাভারায়ানের অধীনে অনুশীলন করছেন।
এর আগে সম্ভাব্য বোলিং কোচের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস, পাকিস্তানের আকিব জাভেদ, ভারতের ভেঙ্কটেশ প্রসাদের দক্ষিণ ও আফ্রিকান ‘গ্রেট’ অ্যালেন ডোনাল্ড, কিন্তু দায়িত্ব টা কোর্টনি ওয়ালশ এ পেলো ।
ওয়েস্ট ইন্ডিজের এই লিজেন্ডারি বোলার ১৩২ টেস্টে নিয়েছেন ৫১৯টি উইকেট এবং ২০৫টি একদিনের ম্যাচে নিয়েছেন ২০৭টি উইকেট। কোর্টনি ওয়ালশ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের দল নির্বাচক হিসেবে কাজ করছেন।ভারতের বিপক্ষে চলতি সিরিজ শেষ হলেই ওয়েস্ট ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হবে কোর্টনি ওয়ালশের। এর দ্বারা বুজা যায় কোর্টনি ওয়ালশ দায়িত্বে থাকার কারণে এখনো অফিসিয়ালি ঘোষণা করেনি বিসিবি।