আসুসের নতুন ফ্ল্যাগশিপ ল্যাপটপ বাজারে আসছে

আপডেট : August, 29, 2016, 1:32 pm

আলোকিত সময় ডেক্স->>>

বিশ্বখ্যাত নোটবুক ব্র্যান্ড আসুস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ৩টি নতুন মডেলের ল্যাপটপ। মডেলগুলো হচ্ছে- আরওজি সিরিজের জি৭০১ ভিও, ভিভোবুক ম্যাক্সএক্স৪৪১/৫৪১ এবং জেনবুক ফ্লিপ ইউএক্স৩৬০।

আসুসের রিপাব্লিক অব গেমার (আরওজি) সিরিজে নতুন যোগ দিয়েছে জি ৭০১ ভিও গেমিং নোটবুক। উচ্চতর গ্রাফিক্সের গেম খেলার জন্য ডেস্কটপ গ্রেড গ্রাফিক্স কার্ড দিয়ে তৈরি করা হয়েছে আসুসের এই নতুন গেমিং নোটবুকটি।

আসুস ভিভোবুক ম্যাক্স তৈরি করা হয়েছে ব্যাবহারকারীর মাল্টিমিডিয়া এবং দৈনন্দিন কাজের কথা মাথায় রেখে। যেকোনো রকমের মাল্টিমিডিয়া উপভোগে নতুন মাত্রা যোগ করতে এতে ব্যবহার করা হয়েছে আসুসের বিশেষ টেকনোলজি সনিক মাস্টার এর ৩ ওয়াটের ট্রান্সমিশন লাইন এবং ২৪ সিসির অডিও চেম্বার, যা এর ব্যবহারকারীকে দেবে স্পষ্ট শব্দ শোনার অনুভুতি।

আসুস জেনবুক ফ্লিপ আল্ট্রাবুকটি তৈরি করা হয়েছে আধুনিক স্টাইল আর সৌন্দর্যের কথা মাথায় রেখে। এর বিশেষত্ব হলো একে ৩৬০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব। আর তাই এর ব্যবহারকারী খুব সহজেই একে ল্যাপটপ থেকে ট্যাবলেটে পরিবর্তন করে নিতে পারবেন।

আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে আসুসের এই বিশেষ নোটবুক তিনটি।