ফেনীর ছাগলনাইয়ায় ধানের জমি থেকে দিনমুজুরের লাশ উদ্ধার

আপডেট : August, 30, 2016, 10:36 am

বিশেষ প্রতিনিদি->>>

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকার ধানের জমি থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ ।
স্থানীয় ভাবে জানাযায়, রোরবার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকার বকু মিয়ার বাড়ীতে কাজ করার জন্য বকু মিয়া চারজন দিনমুজুরের ভাড়ায় আনেন। দুই দিন কাজ করার পর সোমবার বিকেলে তিনজন দিনমুজুর টাকা নিয়ে বাড়ী চলে যায়। মঙ্গলবার দুপুরে অপর দিনমুজুর ব্যক্তির মরদেহটি ধানের জমিতে পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে বকু মিয়া পলাতক রয়েছে। পুলিশ উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানায়, উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর এলাকার একটি ধানের জমিতে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।