সাংসদ নিজাম হাজারী বললেন আমার মামলা হাই কোর্টে চলতে পারেনা অচিরেই খারিজ হয়ে যাবে

আপডেট : August, 31, 2016, 2:27 pm

 


জাবেদ হোসাইন মামুন->>>
ফেনী -২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, একজন পাগল ও বোবাও জানে আমি পুরো জেল খেটে বের হয়েছি। আমি কারাগার ভেঙ্গে কারাগার থেকে বের হইনি। আমি ১১ বছর কারাবন্দি থাকা অবস্থায় বাংলাদেশের এমন কোন কারাগার নেই, যে জেল খানায় আমাকে নেয়া হয়নি। কারাগারে আমাকে ফাঁসির আসামিদের সেলে রেখে নির্যাতন করা হত, তারপরও বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছপা হইনি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করছি। আমি সংসদ সদস্য থাকব কিনা, সংসদ সদস্য পদ বৈধ কিনা এ নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এ মামলা হাইকোর্টো চলতে পারেনা। অচিরেই এ মামলা খারিজ হয়ে যাবে। তিনি বলেন, যেখানে নবাব সিরাজ উদ দৌলাহর জন্ম, সেখানে মীর জাফরের জন্ম। যেখানে নিজাম হাজারীর জন্ম, সেখানে ইকবাল সোবহান চৌধুরীর জন্ম। আমি জীবনে কারো কাছে কখনো মাথা নত করিনি। আগামীতেও করবনা। আমার মামলার তারিখ এলে একটি পত্রিকা মুখরোচক সংবাদ প্রচার করে। আমি ফেনীর মানুষদের শান্তির জন্য সব দলের নেতাদের সাথে যোগাযোগ করেছি এবং ফেনীতে শান্তিও প্রতিষ্ঠা করেছি। ফেনীবাসীর এ শান্তি বিনষ্ট করতে একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও ফেনীবাসীর শান্তির জন্য কাজ করব। বুধবার বিকালে জেলা আ’লীগের উদ্যোগে ও জেলা আ’লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে শহরের ট্রাঙ্ক রোডের দোয়েল চত্বরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহসভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, এডভোকেট হাফিজ আহমদ, মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, কাউন্সিলর হারুন অর রশিদ মজুমদার, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারন সম্পাদক সুশেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ মজুমদার এবং পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল সহ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ।