ফেনীতে লায়ন্স ও লিও ক্লাব এর বৃক্ষরোপন কর্মসূচি 3

আপডেট : September, 1, 2016, 5:07 pm

আলোকিত সময় ডেক্স->>>

আন্তর্জাতিক সেবা সংগঠন ফেনী লায়ন্স ক্লাব, ফেনী মুহুরী লায়ন্স ক্লাব, ফেনী অর্কিড লায়ন্স ক্লাব ও ফেনী লিও ক্লাবের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি ১ সেপ্টেম্বর জেলা হেড কোয়াটারের জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ সময় জজ আদালত সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এছাড়াও পুকুর পাড় ও মসজিদ আঙ্গিনায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জজ আদালতের জেলা ও দায়রা জজ দেওয়ান মোঃ সফি উল্যাহ, বিশেষ অতিথি ছিলেন চিপ জুডিশিয়াল মেজিষ্ট্রেট মশিউর রহমান খান।
এ ছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা, অতিরিক্ত চিপ-জুডিশিয়াল মেজিষ্ট্রেট তাহিবুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক উদ্দিন, মোঃ আবদুল হান্নান, সরকার কবির উদ্দিন, সিনিয়র সহকারী জজ ফারহানা লোকমান, মোঃ খোরশেদুল আলম সিকদার ও রাজিয়া সুলতানা, সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন, খায়রুন নেছা, শেখ মোঃ বদিউল আলম সোহেল, রাজেশ চৌধুরী ও দ্রæত যতি পাল।
ক্লাব কর্মকর্তার মাঝে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫বি ২ এর রিজিয়ন চেয়ারপারর্সন লায়ন রুহুল আমিন ভূঁঞা, লায়ন জেলা ৩১৫বি ২ এর জোন চেয়ারপারর্সন ও ফেনী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মনোয়ারা বেগম রানী, লায়ন জেলা ৩১৫বি ২ এর জোন চেয়ারপারর্সন লায়ন ওমর ফারুক ভূঁঞা বেলাল, লায়ন জেলা ৩১৫বি ২ এর জোন চেয়ারপারর্সন ও পৌর কাউন্সিলর লায়ন হারুন উর রশিদ মজুমদার, ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন এড. নুরুল আমিন খান, ফেনী মুহুরী লায়ন্স ক্লাবের সহ-সভাপতি লায়ন এড. নুরুল ইসলাম মজুমদার সোহাগ, ফেনী লায়ন্স ক্লাবের সহ-সভাপতি লায়ন মোজাম্মেল হক বাবুল, ফেনী জেরা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম এরশাদুর রহমান, জিপি এড. বাবু প্রিয়রঞ্জন দত্ত, পিপি এড. হাফেজ আহাম্মদ, ভিপি.জিপি এ.এস.এম আনোয়ারুল কবির ফারুক, সিনিয়র এপিপি ফরিদ আহাম্মদ হাজারী, ফেনী জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ইউছুপ আলমগীর চৌধুরী, ফেনী লায়ন্স ক্লাবের টেইল টুইস্টার লায়ন রফিকুল ইসলাম নিপু, সদস্য ও প্রাক্তন জেলা সভাপতি এম.এ রহিম চৌধুরী নয়ন, টেইল টুইস্টার লায়ন এড. পার্থ পাল চৌধুরী, ফেনী লায়ন্স ক্লাবের সদস্য মোঃ ফজলুল হক, সদস্য এড. করিমুল হক দুলাল, ফেনী লিও ক্লাবের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জেলা সভাপতি লিও আবদুর রহমান সুজন, সভাপতি লিও আবুল কালাম আজাদ, সদ্য প্রাক্তন সভাপতি লিও আবদুল আলিম ও প্রোগ্রাম চেয়ারম্যান লিও মোঃ ওয়াসিম প্রমুখ।